
জি,এম নজরুল ইসলাম, মুন্সিগঞ্জ (শ্যামনগর)থেকে:
উপকূলীয় অঞ্চলে সুপেয় পানি নিশ্চিত করণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহষ্পতিবার ১২ই (নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা সামস্ এর আয়োজনে কাপেং ফাউন্ডেশন এর সহযোগিতায় ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুন্দরবন অঞ্চলের আদিবাসী মুন্ডাদের ভূমি অধিকার এবং জলবায়ু পরিবর্তনে খাপ খাওয়ানোর সক্ষমতা নিশ্চিত করণ” প্রকল্পের আয়তায় শ্যামনগর-মুন্সীগঞ্জ প্রধান সড়কের পাশে বিভিন্ন গ্রাম থেকে আসা আদিবাসীরা উপকুলীয় অঞ্চলে সুপেয় পানির দাবিতে মানববন্ধন করেন।
এ সময় দাঁড়িয়ে থাকা নারীদের হাতে সুপেয় পানির দাবিতে লেখা বিভিন্ন ধরনের পোস্টার ও প্লেকার্ড দেখা যায়।অনিমা মুন্ডা বলেন, সুপেয় পানি আমাদের জন্মগত অধিকার হলেও তা আজ বানিজ্যিক হচ্ছে।সরকারী বা বেসরকারী ভাবে বন্টন হওয়া পানির আধার গুলো বিতরনের ক্ষেত্রে আদিবাসীদের অগ্রাধিকার দেওয়া হয় সে বিষয়ে প্রতিষ্ঠান ভিত্তিক সুনজর দেওয়ার অনুরোধ করেন বক্তারা।