
এস,এমনজরুল ইসলাম:
গতকাল তালা উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত তালায় আদর্শ সবুজবাংলা সি,আই,জি সমবায় সমিতি লিমেটেড এর আদর্শ কৃষক আব্দুর রশিদ এর বøকে স্বল্প খরচে অধিক লাভ জনক ফসল কচুর লতি চাষে অন্য কৃষকদের উৎবুদ্ধ করতে কৃষক মোঃ আনছার আলী সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রর্দশনী ও মাঠ দিবস অনুষ্টান অনুষ্ঠিত হয় । উপজেলা প্রডিউসার অর্গানাইজার সমবায় সমিতি লিমেটেডের তালা উপজেলা সভাপতি মোঃ রফিকুল ইসলাম খাঁর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি তালা উপজেলা সভাপতি,তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস,এম,নজরুল ইসলাম,তালা সদর ক্লাষ্টারের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ রেজাউল ইসলাম, কৃষক মোঃ আব্দুর রশিদ সরদার প্রমুখ। উক্ত প্রর্দশনী ও মাঠ দিবসে এলাকার পয়তাল্লিশ জন কৃষক-কৃষানী কে প্রদশনী প্লটে এই লাভ জনক কচুর লতি চাষ করার জন্য কৃষক দের উৎবুদ্ধ করা হয়।