
আশাশুনি ব্যুরো:
আশাশুনিতে জলাবদ্ধতা নিরসন ও বাঁধ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও টিআরএম পদ্ধতি চালুর দাবীতে সংিবাদিক সম্মেলন করেছে উপজেলা পানি কমিটি। বুধবার সকালে আশাশুনি প্রেসক্লাবে উত্তরণ’র সহযোগিতায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মোল্যা রফিকুল ইসলাম। লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাতক্ষীরার ১, ২, ৬-৮ ও ৬-৮ (সম্প্রসারণ) পোল্ডারের জন্য অনুমোদিত প্রকল্পে বেতনা ও মরিচ্চাপ অববাহিকার টিআরএম এবং ইছামতির সাথে সাপমারা ও লাবণ্যবতী নদীর অবাধ সংযোগ কার্যক্রমকে বাদ রেখে প্রকল্পটি সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে।
অথচ প্রকল্পটি টেকসই ও কার্যকরী করতে টিআরএমসহ আন্তঃনদী সংযোগ কার্যক্রম বাস্তবায়ন খুবই প্রয়োজন। এজন্য সরকারের কাছে অনুমোদিত প্রকল্পের মধ্যে বেতনা ও মরিচ্চাপ অববাহিকায় টিআরএম এবং ইছামতির পদ্মশাখরা ও ভাতশালা ¯øুইস গেটের পাশ দিয়ে লাবণ্যবতী ও সাপমারা নদীর সাথে অবাধ সংযোগ প্রদান করা, খোলপেটুয়া ও কপোতাক্ষ নদের তীরে উঁচু ও মজবুত বাঁধ নির্মান করা এবং গলঘেষিয়া ও কপোতাক্ষ নদ খনন কার্যক্রম যুক্ত করা, সকল কাজে জনগণের অংশ গ্রহণ নিশ্চিত করার জন্য দাবী জানান হয়।
এ সময় উপস্থিত ছিলেন পানি কমিটির কেন্দ্রীয় সদস্য শেখ সেলিম আক্তার স্বপন, প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সানা, উত্তরণের অপ্রতিরোধ্য প্রজেক্টের এপিসি বিলকিস খাতুন, উপজেলা পানি কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক সমীর রায় সহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও পানি কমিটির নেতৃবৃন্দ।