গতকাল ২০ই অক্টোবর দৈনিক সাতনদীতে ‘জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে হয়রানি মূলক মামলার হুমকি’ শিরোনামে সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। ওই সংবাদে উল্লেখ করা হয়েছে আমি লিটন শেখকে হয়রানি মূলক মাদকের মামলা দিব ও তার বাচ্চাদের অপহরণ করব।
যা আদৌ সত্য নহে। প্রকৃত ঘটনা হচ্ছে গাছের ডাল কাটা কেন্দ্র করে লিটন শেখ সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে ওই সংবাদটি প্রকাশ করিয়েছে। আমি ওই সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিনীত
শেখ মফিজুর রহমান (মজু)
দহাকুলা, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।