নিজস্ব প্রতিবেদক: রবিবার ১৮ ই অক্টোবর, ২০২০ তারিখে যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র কমনওয়েল্থ এন্ড ডেভেল পমেন্ট অফিস (এফসিডিও)-এর সহায়তায় কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সার্বিক তত্ত¡াবধানে “সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা (ইএইচডি)”প্রকল্পের পক্ষ থেকে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান খুলনা মুক্তি সেবা সংস্থা সাতক্ষীরা পৌরসভাতে ইএইচডি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ণ বিষয়ক সভার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলরগন, পৌরসভার কর্মকর্তা ও কর্মচাররি বৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন কেএমএসএস-এর নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মঞ্জু, সাতক্ষীরা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক রওশন আরা জামান, প্যানেল মেয়র ফারহা দিবা খান সাথী, কাজী ফিরোজ হাসান, ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ৭নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, ডাঃ শাহরিয়ার হামিদ, ডিআরআর এর মাশরুবা তাসনিম, ডিপিসি ইএইচডি এম এস এস এর নরেশ চন্দ্র দাশ, কেএমএসএসইএইচডি প্রকল্পের টিমলিডার, ডিভিশনালপ্রোগ্রাম কোঅর্ডিনেটর সহ কনসার্ন ওয়াল্ড ওয়াইডও ইএইচডিপ্রকল্পের বাস্তবায়রকারী সংস্থা ডিআরআরএ এবং আর এ্ইচ স্টেপ-এর প্রতিনিধিগণ।
অনুষ্ঠানের সভাপতি সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এবং কেএমএসএসসহই এইচডি প্রকল্পের বাস্তাবায়ন কারী অন্যান্য সংস্থার প্রতিনিধিগনকে তাদের কাজের জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জানান। তিনি বলেন যে,ইএইডডিপ্রকল্প সাতক্ষীরা পৌরসভার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করনে প্রশংসনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন যে, প্রকল্প বাস্তবায়নে সাতক্ষীরা পৌরসভা সার্বিক সহযোগিত াপ্রদান করবে।
ইএইচডি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ণ বিষয়ক সভায় স্বাগত বক্তব্য দেন কেএমএসএসএর নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মঞ্জু। ইএইচডি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ণ এর উপর প্রেজেন্টেশান দেন নরেশ চন্দ্র দাশ, ডিভিশনাল পোগ্রাম কোঅর্ডিনেটর, ইএইচডি, কেএমএসএস।