অনলাইন ডেস্ক :
মিয়ানমারের আরাকান প্রদেশের রাখাইন জনগোষ্ঠীর ওপর দেশটির সামরিক বাহিনী কর্তৃক নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ ও গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে রাখাইন কমিউনিটি অব বাংলাদেশ।
রবিবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন তারা।
এসময় সংগঠনের আহ্বায়ক ক্যাঞিং বলেন, আরাকানে মিয়ানমারের সেনাবাহিনীর তাণ্ডবে তিন শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে ছয় শতাধিক মানুষ। ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। উদ্বাস্তু হয়েছে আড়াই লাখ মানুষ।
মিয়ানমার সরকার আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে রাখাইনে ঢুকতে না দেওয়ায় সেখানে খাদ্য ও চিকিৎসা সামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।
বাংলাদেশে বসবাসরত রাখাইন সম্প্রদায়ের এই নেতা বলেন, এ জঘন্য অপরাধ এবং মানবতা লঙ্ঘনকারীর বিরুদ্ধে যদি প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন না করি, তাহলে তারা এই অমানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
মানববন্ধনে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ঢাকা, বরগুনা ও পটুয়াখালী জেলার রাখাইন সম্প্রদায়ের মানুষ অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনেকেই মনে করেন— রাখাইনে শুধু রোহিঙ্গাদের ওপর অত্যাচার করা হচ্ছে। রোহিঙ্গাদের পাশাপাশি রাখাইনে জাতিগত বুড্ডিস্ট রাখাইনদের ওপরও সমভাবে নির্যাতন করা হচ্ছে।