অনলাইন ডেস্ক :
করোনা যুদ্ধ জয় করে দাপ্তরিক কাজে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শরীরে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসের ওভাল অফিসে নিয়মিত কাজে অংশ নেওয়া শুরু করেছেন তিনি।
ট্রাম্পের চিকিৎসক সিন কোনলে বলেছেন, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে তার শরীরে করোনার কোনও উপসর্গ নেই। চারদিনের বেশি সময় ধরে জ্বরও নেই।
‘ভালো’ অনুভব করছেন জানিয়ে বুধবার এক ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয়; এটা ঈশ্বরের আর্শীবাদ ছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার বিকেলে ওভাল অফিসে ফিরেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তিনি।
গত ২ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হন।
ওইদিন টুইটে ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন। এরপরই হাসপাতালে ভর্তি হন তিনি।