নিজস্ব প্রতিবেদক: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে গত ৫ মে ২০২০ ইফতারীর ঠিক পূর্ব মুহুত্বে পরিকল্পিত ভাবে ভেটখালী বাজারে সাংবাদিক আব্রাহাম লিংকন ও শহদিুজ্জামান সহ তার পরিবারের উপর হামলা চালায় স্থানীয় সন্ত্রাসী বাহিনীর একটি দল। দেশীয় অস্ত্রের দ্বারা জখম হয়ে সাংবাদিক সহ ৫ জন শ্যামনগর হাসপাতালে ভর্তি হয়। আব্রাহাম লিংকনের পিতা রমজাননগর ইউনিয়ন শাখার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক জি এম আল-মামুন বাদী হয়ে ১১ জনের নামে শ্যামনগর থানায় একটি মামলা দ্বায়ের করেন। যার নং-০৫/২০২০। শ্যামনগর আমলী-৫ আদালতের ম্যাজিস্ট্রেট রেজাউজ্জামান মামলার ৪ আসামী সোরা গ্রামের সবুর শেখের পুত্র জাহাঙ্গীর হোসেন ও জাহিদ হোসেন, শফিকুল মোল্যার পুত্র রোকনুজ্জামান ওরফে দোলন, ঈমান আলী গাজীর পুত্র সাইফুল ইসলামকে গ্রেফতার পূর্বক সাতক্ষীরা কারাগারে পাঠানো আর্দেশ দেন।
শ্যামনগরে সাংবাদিক ও তার পরিবারের উপর হামলার ঘটনায় ৪ জনের জেল
পূর্ববর্তী পোস্ট