
হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: উপজেলায় যত প্রকার মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী ও মাদকাসক্তদের চিহ্নিত করে তাদের বাড়িতে সাইনবোর্ড লাগানোর ব্যবস্থা করা হবে। মাদক ব্যবসায়ী এবং মাদক সেবকদের সঙ্গে কোন প্রকার আপোষ করা হবে না। খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাকে প্রথম মাদক মুক্ত মডেল উপজেলা ঘোষনা করা হবে। সেই লক্ষ্যে সমাজ থেকে, পরিবার থেকে মাদক নির্মূল করতে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষদের ঐক্যবদ্ধ ভাবে সহযোগীতার হাত বাড়াতে হবে। প্রথমে উপজেলার ১২টি ইউনিয়নের ১৪৪টি ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি করে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের চিহ্নিত করতে হবে। প্রথমে তারা যদি মাদক ছেড়ে সাধারণ জীবন যাবন করতে চায় তাদের সুযোগ দেওয়া হবে তা না হলে তাদের প্রতি কঠোর আইন প্রয়োগ করা হবে। এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট থানা অফিসার ইনচার্জ সম্মলিত ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শাস্তির আওতায় আনবো। অভিভাবকরা তাদের সন্তানকে মাদক থেকে ফেরাতে প্রথমে বুঝানোর চেষ্টায় ব্যর্থ হলে প্রশাসন ও মাদক নির্মুল কমিটির সহযোগীতায় তাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। মাদক ব্যবসায়ী এবং মাদক আসক্তদের ডোপটেষ্ট করা হবে। কারো শরীরে ডোপটেষ্ট মাদকের অস্তিত্ব প্রমান পাওয়া যায় তাকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হবে। মাদক দেশের সমাজের পরিবারের শত্রæ, একজন মাদকাসক্ত সন্তানের জন্য একটি পরিবার, একটি সমাজ, দেশ ধ্বংস হয়ে যেতে পারে। প্রত্যেক পিতা-মাতাকে লক্ষ রাখতে হবে তার সন্তান কোথায় যায়, কাদের সাথে মেশে। প্রথমে ওয়ার্ড পর্যায়ে পরে ইউনিয়ন পর্যায়ে এবং থানা কমিটি করে মাদক নির্মুল অভিযান পরিচালনা করা হবে। মাদক নির্মুল কমিটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা কর্মীদের অর্šÍভুক্ত করার জন্য দলীয় নেতৃবৃন্দের নিকট দাবী জানানো হয়। উপজেলায় কর্মরত সাংবাদিকরা মাদক নির্মুল কার্যক্রমে অগ্রনী ভুমিকা রাখার আহবান জানান। প্রয়োজন হলে প্রতিটি ইউনিয়নে মাদক বিরোধী কনসার্টের আয়োজন করে জনগনকে সচেতন করা হবে। প্রধানমন্ত্রীর অঙ্গিকার মাদক মুক্ত দেশ গড়ার অংশ হিসাবে কুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাকে সর্ব প্রথম মাদক মুক্ত করার লক্ষ্যে প্রথম সভায় বুধবার বেলা ১১টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তানজিনুর রহমান প্রধান অতিথির বক্তব্যে এই কথা গুলো বলেন। উক্ত অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, নলতা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকলিমা খাতুন, দক্ষিণশ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশান্ত সরকার, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, সাংবাদিক হাফিজুর রহমান, শাওন আহমেদ সোহাগ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুধী, ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।