
নিজস্ব প্রতিবেদক: দেবহাটা থানা পুলিশের অভিযানে গরু চুরি মামলার আসামি আটক হয়েছে।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) মহোদয়ের দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলীর তত্ত¡াবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ৪ অক্টোবর এসআই(নিঃ) মোঃ হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স এর সহায়তায় দেবহাটা থানাধীন হিরারচক গ্রাম হইতে দেবহাটা থানার মামলা নং-০৬(০৯)২০২০ এর আসামী আমজাদ গাজীর পুত্র মোকলেছুর রহমান কে গ্রেফতার করেন। আসামীকে বিচারার্থে ইং-০৫/১০/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।