
অনলাইন ডেস্ক :
আবারো তুমুল উত্তেজনা শুরু হয়েছে জম্মু-কাশ্মীরের ভারত-পাক সীমান্তে । যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতের সেনাদের লক্ষ্য করে মুহুর্মুহু কামানের গোলা বর্ষণ করে চলেছে পাকিস্তান।এই ঘটনায় তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ ভারতীয় সেনা।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা পাকিস্তানের সেনাদের এই হামলার জবাব দিচ্ছে।
জানা গেছে, বৃহস্পতিবার থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে প্রবল গুলি ছুড়ছে পাকিস্তান। ভারতীয় সেনাদের পোস্ট লক্ষ্য করে মর্টার ছোড়া হচ্ছে বলেও অভিযোগ। তারই আঘাতে জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে দুইজন ভারতীয় সেনার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। অন্য দিকে, কাশ্মীরের পুঞ্চ সেক্টরেও একই ধরনের হামলার ঘটনায় এক সেনা নিহত হয়েছেন।
ভারতীয় সেনারা মনে করছেন, শীতের তুষারপাত শুরুর আগে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করাতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। সে কারণেই এমনভাবে গুলি চালাচ্ছেন পাকিস্তানের সেনারা।
জম্মু কাশ্মীরের পুলিশ কর্মকর্তা দিলবাগ সিং জানিয়েছেন সীমান্তে অনুপ্রবেশ কোনও ভাবেই করতে দেবে না ভারত।
সূত্র-ইত্তেফাক