
আহাদুর রহমান: মাদক ব্যবসার প্রতিবাদ করায় সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র কাজী ইমরানকে (২৭) হাতুড়ি পেটা করেছে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা। গতকাল সন্ধ্যায় ঘোনা ক্যাম্প থেকে কিছু দূরে এ ঘটনা ঘটে। আহতকে মূমুর্ষ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও কাজী ইমরানের ভাই জানান, কিছুদিন পূর্বে ঘোনা থেকে মাদক উদ্ধার হয়। এ ঘটনায় মাদক ব্যবসায়ীরা সন্দেহের জেরে কাজী ইমরানের ওপর হামলা করে। তারা ঘোনা ক্যাম্পের সামনে থেকে তাকে ডেকে নিয়ে কিছু দূরের বাঁশ বাগানে ইমরানকে পেটাতে থাকে। এ সময় হত্যার উদ্দেশ্যে রড, জিআই পাইপ সহ হাতুড়ি নিয়ে ইমরানের ওপর হামলে পড়ে তারা। মাদক কারবারীরা ইমরানের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে ও পা ভেঙে দেয়। এ সময় ইমরানের চিৎকারে এলাকাবাসী যেয়ে তাকে উদ্ধার করে মূমুর্ষ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। ইমরানের অবস্থা আশংকাজনক।
প্রত্যক্ষদর্শীদের মতে সাত মামলার আসামী মনি ও এবাদুলের নেতৃত্বে হামলায় অংশ নেয় রাঙ্গা, মনি, জাকির, কালাচানের ছেলে নাজমুলসহ আরও ১০/১৫জন। কলেজ ছাত্র ইমরানের ওপর হামলার ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, কাজী ইমরান ঘোনার মৃত কছিমুদ্দিন গাজীর ছেলে। সে সাতক্ষীরা সরকারি কলেজে মাস্টার্স এর ছাত্র। সে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক।