প্রেস বিজ্ঞপ্তি: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিয়মিত মাদক দ্রব্য ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গত ০৭ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ আনুমানিক ২৩.০৫ ঘটিকার সময় সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন বেতলা গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া তাৎক্ষনিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া তাহার নির্দেশে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা জেলার সদর থানাধীন বেতলা গ্রামস্থ অইই (এ বি বি) বিক্রস্ (ইটেরভাটা) সংলগ্ন মোঃ সাইফুল ইসলাম(৩৪) এর বাড়ীর সামনে ইটের খোয়ার তৈরি রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ আলমগীর হোসেন সরদার (৩০), পিতা- মোঃ মাসুদ আলম সরদার, সাং-বাবুলিয়া, থানা ও জেলা-সাতক্ষীরাকে ১। গাঁজা- ৭০০ গ্রাম, ২। মোবাইল-০৩টি, ৩। সীম কার্ড- ০৬টি, সহ হাতে নাতে গ্রেফতার করিতে সক্ষম হয়।
পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ মামলা নং-১৯, তাং-০৮/০৯/২০২০ইং রুজু করা হয়।