
নিজস্ব প্রতিবেদক: শ্যামনগর উপজেলার ধুমঘাট-মঠেরচক গ্রামে শরীক হিংসায় বসতঘর ভাংচুর করায় থানায় এজাহার দাখিল হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ধুমঘাট-মঠেরচক গ্রামের মৃত সম্ভুচরন মন্ডলের পুত্র চিত্তরঞ্জন মন্ডল বাদী হয়ে এজাহারে উল্লেখ করেছেন আসামীরা একই গ্রামের সুপেন্দ্রনাথ মন্ডলের পুত্র তাপস মন্ডল, তাপসের স্ত্রী গীতা রানী, তাপসের পুত্র তুষার, মৃত সম্ভুচরন মন্ডলের পুত্র সুপেন্দ্র নাথ মন্ডলের সাথে জমিজমা ও বসতঘর নিয়ে চিত্তরঞ্জন মন্ডলের বিরোধ চলছে। এরই জের ধরে ১৯/০৮/১৯ তারিখ বেলা দেড় টায় উক্ত আসামীরা দলবদ্ধ হয়ে চিত্তরঞ্জনের বসতঘরে ভেঙ্গে গুড়িয়ে দেয়। ঘরের অন্যান্য মালামাল বাইরে ফেলে ভাংচুর করে এবং ট্রাংক ভেঙ্গে ট্রাংকে থাকা এক লাখ টাকা নিয়ে নেয়। এরপরেও চিত্তরঞ্জন কে মারপিঠ করে এবং লোহার রড দিয়ে চিত্তরঞ্জনের ছেলের হাত ভেঙ্গে দেয়। এজাহারের সাক্ষী ও স্থানীয়রা ঘটনাস্থলে এসে পড়ায় তারা চলে যায়। এসময় আহত চিত্তরঞ্জনের ছেলেকে দ্রুত শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় চিত্তরঞ্জন বাদী হয়ে শ্যামনগর থানায় এজাহার দাখিল করেছে। মামলার প্রস্তুতি চলছে।