
গাজী জিয়াউর রহমান, ভ্রাম্যমাণ প্রতিনিধি: শ্যামনগরের মুন্সিগঞ্জ ৮৮নং চুনকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে শুক্রবার বিকাল ৪ টায় বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে মুজিব বর্ষ ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক, সাতক্ষীরায় আইনজীবী সহকারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মুন্সিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্য সুমন আহমেদ, মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য রবিউল ইসলাম, আনিছুর রহমান, ওবায়দুর রহমান, দয়াল, রুবেল হোসেন, আলামিন, আসাদ, হালিম প্রমুখ।
উদ্বোধনী খেলায় চুনকুড়ী ফুটবল একাদশ ৪-১ জয়লাভ করেন। খেলাটি পরিচালনা করেন কবির হোসেন, নুর হোসেন, হাবিবুর রহমান।