
কালিগঞ্জ প্রতিনিধি: মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ, বাড়াই বন- এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ কালিগঞ্জ শাখার উদ্যোগে এবং পল্লী উন্নয়ন কর্মসূচীর আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচী ২০২০ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার সময় ইসলামী ব্যাংক লিঃ কালিগঞ্জ শাখার মিলনায়তনে এ কর্মসূচী উদ্বোধন করা হয়।
উক্ত কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে ব্যবস্থাপক (অপারেশন) আজগার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কর্মসূচীর উদ্বোধন এবং গাছ বিতরণ করে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর কালিগঞ্জ শাখার সিনিয়র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট নূর মোহাম্মাদ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রিন্সিপাল অফিসার খায়রুল আলম, প্রকল্প কর্মকর্তা খলিলুর রহমান, সিনিয়র ফিল্ড অফিসার আবু ইউসুফ, সহকারী প্রকল্প কর্মকর্তা সিকরুল হোসেন, সাংবাদিক হাফিজুর রহমান ও সুকুমার দাশ বাচ্চু প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষের জীবন ধারনের জন্য প্রয়োজন অক্সিজেন। আর সেটা পেতে হলে আমাদের কে বেশি বেশি করে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপন করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। প্রতি বছরের ন্যায় এবারও ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার উদ্যোগে উপজেলার পল্লী উন্নয়ন কর্মসূচীর আওতায় সাড়ে তিন হাজার প্রজাতির ফলজ বৃক্ষ বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে পল্লী উন্নয়ন কর্মসূচীর সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হয়।