
আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার প্রতাপনগরের ভাঙ্গন কবলিত এলাকার পানিবন্দি মানুষের পাশে সাতক্ষীরা সিভিল সার্জন ডাক্তার মোঃ হুসাইন শাফায়াত। বুধবার দুপুরে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকায় তিনি মেডিকেল টিম নিয়ে হাজির হন এবং অবর্ণনীয় দুর্ভোগের খোঁজ খবর নেন।
এছাড়াও তিনি স্বাস্থ্যগত খোঁজ খবর নেওয়ার পাশাপাশি পর্যাপ্ত ঔষধ সরবরাহের (১০প্রকার) ব্যবস্থা করেন এবং নিজেই সেখানে উপস্থিতি জনসাধারনের হাতে প্রয়োজনীয় ঔষধ তুলে দেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস সহ সংশ্লিষ্ট ইউনিয়নের মেডিকেল টিমের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।