ইন্টারন্যাশনাল এস্ট্রোনমি এন্ড এস্ট্রোফিজিক্স প্রতিযোগিতা ২০২০
আহাদুর রহমান: ইন্টারন্যাশনাল এস্ট্রোনমি এন্ড এস্ট্রোফিজিক্স প্রতিযোগিতা ২০২০তে আসিফ সিলভার সম্মাননা পেয়েছে। গত ১৫ই মে ২০২০ থেকে শুরু হওয়া এ প্রতিযোগীতায় কোয়ালিফিকেশন, প্রি-ফাইনাল শেষে ফাইনালে উৎরে এ সম্মাননা লাভ করে। যা সাতক্ষীরা জেলা তথা বাংলাদেশের জন্য গর্বের বিষয়।
এ বিষয়ে আসিফ ইকবাল জানায়, আমার জন্য এটা ছিল প্রথম বারের মত কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ। চিন্তাও করি নাই যে ফাইনাল অব্দি আসতে পারব। অংশগ্রহন করার ডেডলাইনের মাত্র দুদিন আগে তড়ি ঘড়ি করে অংগ্রহন করা। প্রবলেম গুলা দেখে তো মাথায় হাত। কিছুই তো পারি না। কিন্তু অনেক ছোট বেলা থেকেই এস্ট্রোনমির প্রতি একটা ভালো লাগা ছিল। সেই জায়গা থেকে অনেক আগ্রহ নিয়ে শুরু করা। সেখান থেকে প্রি-ফাইনাল রাউন্ড এ ওঠা এবং প্রি-ফাইনাল পার করে পার করে ফাইনালে ওঠাই আমার জন্যে অনেক বড় একটা পাওয়া ছিল।
আসিফ ভবিষ্যতে ফলিত পদার্থবিদ্যার গবেষক হতে চায়।
আসিফ ইকবাল সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাবিবুর রহমান ও কামাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষীকা আজিজা আঞ্জুম এর বড় ছেলে। সে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে ২য় বর্ষে অধ্যয়নরত আছে।
এ বিষয়ে সাতনদী সম্পাদক হাবিবুর রহমান জানান, আসিফ বড় হয়ে নিজ অবস্থান থেকে দেশকে এগিয়ে নিয়ে যাবে এটাই আমার চাওয়া।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের মোট চারজন এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে এ সম্মাননা পায়। এর মধ্যে থেেক দুইজন সলিভার এবং বাকি দুইজন ব্রোঞ্জ পায়।
১. আসফি ইকবাল (সিলভার) ২য় র্বষ, পর্দাথবজ্ঞিান, খুলনা বিশ্ববিদ্যালয়।
২. নওরনি নুরাইন (ব্রোঞ্জ) ২য় র্বষ, পর্দাথবজ্ঞিান, খুলনা বিশ্ববিদ্যালয়।
৩. মুহাইমনিুল খান উচ্ছাস (ব্রোঞ্জ) ২য় র্বষ, পর্দাথবজ্ঞিান, খুলনা বিশ্ববিদ্যালয়।
৪. ইমাম হাসান (সিলভার) ৩য় র্বষ, পর্দাথবজ্ঞিান, খুলনা বিশ্ববিদ্যালয়।