কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: দেবহাটার কুলিয়ায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। সোমবার(২৭জুলাই) সকাল ৯টায় সামাজিক দূরত্ব বজায় রেখে চাউল বিতরণের উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান এবং কুলিয়া ইউপি এর ভারপ্রাপ্ত চেয়াম্যান আসাদুল ইসলাম।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কুলিয়া ইউনিয়নের ৪৭৫৫হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণের জন্য পরিবার প্রতি ১০কেজি করে ভিজিএফ চাউল বরাদ্দ দিয়েছেন। উদ্বোধনী দিনে ১,৩,৮,৯ নং ওয়ার্ডের ২৬৩১ পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয় এবং বাকী ওয়ার্ডের চাউল ক্রমান্বয়ে বিতরন করা হবে।
এ সময় কুলিয়া ইউপি সচিব খালিদ হাসান খান সহ সকল ওয়ার্ডের ইউপি সদস্যা ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।