
আকবর হোসেন: সাতক্ষীরার তালা উপজেলায় শনিবার (১১জুলাই) বাংলাদেশ কিন্ডার গার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলার ২৪টি কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
তালা উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক নুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিমুল বিল্লাল বাপ্পির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তালা প্রেসকাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান।
এ সময় বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা সাবিনা ইয়াসমিন, শিক্ষক দিলীপ কুমার ভট্রাচার্য, কামরুজজ্জামান, শেখ আব্দুল হালিম, হাফিজুর রহমান, মাহফুজুর রহমান, পলাশ, আলমগীর, প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, প্রানঘাতি করোনার কারণে কিন্ডার গার্টেন স্কুলগুলোর শিক্ষক মন্ডলীরা মানবেতর জীবন যাপন করছে। তালা উপজেলার ২৪টি কিন্ডার গার্টেন স্কুলের প্রায় ২৫০জন শিক্ষক শিক্ষিকা ৩ হাজারেরও বেশী কোমলমতি শিক্ষার্থীকে সরকারের বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষা প্রদান করে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রত্যেকে কোন না কোন প্রনোদনা পেলেও কিন্ডার গার্টেনের বেলায় তেমন কিছু দেখা যাচ্ছে না। উপজেলা পর্যায়ের কিন্ডার গার্টেনের শিক্ষকগণ সামান্য বেতনের চাকুরী করেন। আমাদের দাবী করোনা স্বাভাবিক না হওয়া পর্যন্ত করোনা শুরু থেকেই মাস ওয়ারী বেতনের ব্যবস্থা করা ও রেজিষ্ট্রশন প্রাপ্ত কিন্ডার গার্টেন স্কুলগুলোকে সরকারী সকল সুযোগ সুবিধা প্রদান করা। রেজিষ্ট্রেশন বিহীন স্কুলগুলোকে রেজিষ্ট্রশনের আওতায় আনতে হবে।