
আকবর হোসেন,তালা:
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের সোনাবাদল গ্রামের মেয়ে পপি মন্ডল (২০) এর পরকিয়ার জেরে গলায় রশি পেঁচিয়ে আত্নহত্যা করলেন মাতা নমিতা মন্ডল (৪৩)। পপির বাবার নাম শংকর মন্ডল।
তালার খেশরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, নমিতা মন্ডল তার একমাত্র কন্যার পরকিয়া সহ্য করতে না পেরে মানষিকভাবে ভেঙ্গে পড়েন। নিজেকে নিয়ন্ত্রন করতে না পেরে বাড়ির সিড়ির আড়ার সাথে গলায় রশি দিয়ে ১০জুলাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আত্নহত্যা করেন নমিতা মন্ডল। তিনি আরও জানান, নমিতা মন্ডলের কন্যা পপি মন্ডলকে যশোরের রুপদিয়ায় বিবাহ হয়। পপি মন্ডলের স্বামী পেশায় একজন শিক্ষক। মেয়ে পরকিয়ায় জড়িয়ে পড়লে মা সেটা মেনে নিতে না পেরে আত্নহত্যা পথ বেছে নেয়। সকালে বাড়ীর লোকজন টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পরিবার ও এলাকাবাসির অনুরোধে নমিতা মন্ডলের মরদেহ ময়না তদন্ত ছাড়াই সৎকারের অনুমতি দেয়া হয়।
এ বিষয়ে খেশরা ইউপি চেয়ারম্যান অধ্যাপক রাজিব হোসেন রাজু বলেন, বিষয়টি খুবই দু:খজনক। মেয়েটি স্বামী ছেড়ে অন্য ছেলের হাত ধরে বেরিয়ে গেছে, মায়ের মৃত্যুতেও সে বাড়ীতে আসেনি।