
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শুভংকরকাটি গ্রামের শাহামত মোড়লের ঘরে ঢুকে নগদ টাকা, সোনার গহনা ও কাপড় মালামাল চুরির ঘটনা ঘটেছে।
শাহামত আলী মোড়লের পুত্র খাবির মোড়ল জানান, সোমবার (৬জুলাই) দিবাগত রাত্র ২ ঘটিকার দিকে আমাদের ঘরে ঢুকে আনুমানিক নগদ ২০/২২হাজার টাকা, মায়ের প্রায় আট আনা ওজনের কানের দুল,৮/৯টি নতুন শাড়ী- পাঞ্জাবী সহ ৪/৫টি নতুন লুঙ্গি নিয়ে গেছে।
তিনি বলেন, আমি রাত্রে নিজ ঘেরে ছিলাম, আমার পিতার দু’দিন আগে ষ্টোক করে। সেই সুযোগে বাড়িতে মানুষের আনাগোনা ছিলো। কে বা কারা এই কাজ করছে সেটা বলতে পারছিনা, তবে বাড়ীর পাশে কয়েকজন ঘোরাঘুরি করছিল। খেশরা পুলিশ ক্যাম্পের ইনচার্জকে বিষয়টি অবহিত করেছি।
এ বিষয়ে খেশরা পুলিশ ক্যাম্পের আইসি এসআই ইসমাইল হোসেন বলেন, রাত্রে ঘটনা শোনার পর পরই এএসআই জাকিরের নেতৃত্বে টহলদল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোর ধরার জোর চেষ্টা চলছে।