
প্রেস বিজ্ঞপ্তি: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিয়মিত মাদক দ্রব্য ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ০৫ জুলাই ২০২০ ইং তারিখ সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোর জেলার শার্শা থানাধীন রাঢ়ী পুকুর গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া তাৎক্ষনিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া তাহার নির্দেশে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে যশোর জেলার শার্শা থানাধীন রাঢ়ীপুকুর গ্রামস্থ এলাকায় মোঃ মোহন(২৭) এর মিষ্টির দোকানের সামনের পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ আহসান কবির(৩৮), পিতা- আবুল হোসেন, সাং- রাঢ়ীপুকুরিয়া, পোঃ চালিতা বাড়িয়া, থানা- শার্শা, জেলাঃ যশোর এবং ২। মোঃ জাহাঙ্গীর আলম(২৮), পিতা- আবুল কাশেম, মাতাঃ নেছারুন বেগম, সাং-পানিকাউরিয়া, থানাঃ কলারোয়া, জেলাঃ সাতক্ষীরাদ্বয়ের হেফাজত হইতে ৩০৫(তিনশত পাঁচ) পিচ ইয়াবা, মোবাইল ফোন-০১টি এবং সীম কার্ড- ০১টি সহ হাতে নাতে গ্রেফতার করিতে সক্ষম হয়।
পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করতঃ মামলা নং-০৩, তাং-০৫/০৭/২০২০ইং রুজু করা হয়।