
আশাশুনি ব্যুরো: আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে দু’জনকে জরিমানা করা হয়েছে। শনিবার এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সহকারী কমিশানর (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রে শাহিন সুলতানা আশাশুনি সদর ও বুধহাটা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে এক ওষুধ ব্যবসায়ী ও এক মটর সাইকেল চালককে ৫০০ টাকা জরিমানা করা হয়।