সচ্চিদানন্দদে সদয়, আশাশুনি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে কুল্যা ইউনিয়নের সাধু পাড়ায় নিলকান্ত সাধুর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিলকান্ত সাধু জানান, ৫-৬ জনের সংবদ্ধ একটি দল বাড়ির পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। এসময় তারা সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ অর্থ ও ৩টি মোবাইল ফোনসহ স্বর্ণালঙ্কার লুট করে।
নিলকান্ত সাধুর ছেলে প্রনব সাধু জানান, ডাকাত দল আমার হাত ও পা বেঁধে ঘর থেকে স্বর্ণালঙ্কার লুট করে। এরপর আমাদের বাড়ীর গেটের চাবি কোথায় জানতে চেয়ে আমাকে ও স্ত্রীকে ঘরে বন্দি করে রাখে। প্রনব সাধুর স্ত্রী বলেন, প্রায় এক ঘন্টা তারা আমাদের বাড়ীর কয়েকটি ঘরের আসবাবপত্র তছনছ করতে থাকে। বিষয়টি কাউকে না বলার জন্য অস্ত্রের ভয় দেখিয়ে গেট খুলে তারা চলে যায়।
বিষয়টি জানতে পেরে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) শেখ ইয়াছিন আলী ও আশাশুনি থানার অফিার ইনচার্জ গোলাম কবির শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্ত কালে অতিরিক্ত পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) শেখ ইয়াছিন আলী বলেন, অপরাধীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে। অতিলম্বে অপরাধীদের শনাক্ত করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এধরণের অপরাধ যেন আর না ঘটে সে লক্ষ্যে রাতে পুলিশি টহল জোরদার করা হবে বলে জানান তিনি।
তদন্তকালে ঘটনাস্থলে কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেদ আল হারুণ চৌধুরী, কুল্যা ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী, এড. দেবাশীষ মুখার্জী, সমাজ সেবক রুস্তম আলী, সুমন গাজী, আজিজুল ইসলাম, প্রমুখ উপস্থিত ছিলেন।