
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা থেকে পাচারকালে ৪০ টন সরকারি গম উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় চারজনকে আটক করা হয়েছে। পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সদরের আলীপুর চেকপোষ্ট এলাকা ও শুক্রবার বিকেলে পাটকেলঘাটা থানা সদর থেকে সরকারি গমগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন, কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের ব্যবসায়ী মৃত. কামরুল হুদার ছেলে আব্দুল খালেক (৫০), নবীনগর গ্রামের মৃত. জাবের আলীর ছেলে আব্দুল গনি (৬০), তেঁতুলিয়া গ্রামের মৃত. ছুরমান আলী গাজীর ছেলে শহিদুল ইসলাম (৫০) ও সাতক্ষীরা সদরের ইটাগাছা এলাকার মৃত. ঊাহের সরদারের চেলে লিয়াকত আলী (৪০)।
শুক্রবার রাত ৯টার দিকে বিজ্ঞপ্তির মাধ্যমে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানায়, কালিগঞ্জ উপজেলার গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা) দ্বিতীয় পর্যায়ে নয়টি প্রকল্পের গম প্রকল্প সংশ্লিষ্ট স্থানীয় জনপ্রতিনিধি ও গম ক্রেতারা পরষ্পর যোগসাজসে অবৈধভাবে আত্মসাৎ করার জন্য নিমিত্তে পাচার করে। পাচারকালে গোপন সংবাদে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে ও বিকেলে প্রকল্পের পাচারকৃত গমগুলো উদ্ধার করা হয়। সাতক্ষীরা সদরের আলীপুর চেকপোষ্ট এলাকা থেকে ৩২৬ বস্তা (১৯ মেট্রিকটন ৫৬০ কেজি) ও পাটকেলঘাটা থানা সদরের মুকুন্দ ফ্লাওয়ার এন্ড ডাল মিল থেকে ৩২৯ বস্তা (১৯ মেট্রিকটন ৭৪০ কেজি) অবৈধ গম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গমের মূল্য ১২ লাখ ১৮ হাজার ৩০০ টাকা।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। সরকারি গম পাচারের সঙ্গে জড়িত থাকায় চারজনকে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় খুলনা দূনীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কার্যালয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
খুলনা দূনীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক নীল কমল পাল জানান, পাটকেলঘাটা থানা সদরের মুকুন্দ ফ্লাওয়ার এন্ড ডাল মিল থেকে গম জব্দকালে মিল মালিককে পাওয়া যায়নি। তিনি পলিয়েছেন। সরকারি গম উদ্ধারের ঘটনায় দুদুকের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে, পাচারকৃত গম ক্রেতা পাটকেলঘাটা থানা সদরের মুকুন্দ ফ্লাওয়ার এন্ড ডাল মিলের মালিক গোবিন্দ কুমার জানান, কালিগঞ্জের খাইরুল ইসলামের কাছ থেকে তিনি ৪৫ টন ৫০০ কেজি গম ক্রয় করেছেন প্রতি কেজি ২৩ টাকায়। গমগুলো কালিগঞ্জ উপজেলার বসন্তপুর খাদ্য গুদাম থেকে তার মিলে আনার সময় গম ভর্তি একটি ট্রাক পুলিশ আটক করে। এরপর শুক্রবার বিকেলে মিলে থাকা ৩২৯ বস্তা সরকারি গম জব্দ করে।
কালিগঞ্জের বসন্তপুর খাদ্য গুদাম কর্মকর্তা মিলন কুমার বিশ^াস বলেন, ডিওর মাধ্যমে শুক্রবার গুদাম থেকে কাবিখা প্রকল্পের ৪৫ টন ৫০০ কেজি সরকারি গম ছাড় করা হয়েছে। গমগুলো কে কোথায় নিয়ে গেছে আমি জানি না।