
কামরুল হাসান, কলারোয়া:
কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের খোরদো গ্রামে আবারও একজনের করোনা শনাক্ত। এ নিয়ে দু’সপ্তাহের ব্যবধানে খোরদো এলাকায় ৪ জন করোনা পজিটিভ শনাক্ত হল। সব মিলিয়ে কলারোয়া উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৭ জনে। জানাগেছে, আক্রান্ত কামরুজ্জামান (৬০) ঢাকার গাজীপুর ফেরত। গাজীপুরের ভাওয়ালগড়ে ‘ফ্রেশ’ কোম্পানীতে চাকুরি করত কামরুজ্জামান। গ্রামের বাড়ি কলারোয়া উপজেলার বড় খোরদো গ্রামে। পিতার নাম রাজ আলি। গত ২১ জুন তাঁর নমুনা সংগ্রহ করা হয়। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান বৃহস্পতিবার এই পজিটিভ রিপোর্টের সত্যতা নিশ্চিত করেন। উপজেলায় শনাক্ত হওয়া ১৭ জনের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন চন্দনপুর ইউনিয়নে শনাক্ত হওয়া ৬ জন।