
বিনোদন ডেস্ক:
বলিউডের অন্যতম প্রিয় মুখ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিস্ফোরক এক মন্তব্য করেছিলেন সনু নিগম।
বলিউডের মতো ভারতের সঙ্গীতভূবনেও যে কোনোদিন এমন দুসংবাদ আসতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি।
সেই কথার প্রেক্ষিতে সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ইন্সটাগ্রামে আরও একটি ভিডিও শেয়ার করেছেন সনু নিগাম।
সেখানে বলিউডের এই জনপ্রিয় গায়ক, ভূষণ কুমার নামের এক প্রযোজকের বিরুদ্ধে একের পর এক বোমা ফাটান সনু।
ভূষণ কুমারের বিরুদ্ধে মারিনা কুয়ার নামে এক মডেল অভিনেত্রী যৌন হেনস্তার অভিযোগ এনেছেন সনু।
সনুর ওই অভিযোগের পর ভারতের সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়।
কে এই মারিনা কুয়ার সে প্রশ্নে ভেসে যায় ফেসবুক, টুইটার।
ভারতের সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে,মারিনা কুয়ার একজন মডেল অভিনেত্রী। ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল সিআইডি ও আহাটের বেশ কিছু পর্বে অভিনয় করেছেন মারিনা।
এছাড়া বলি অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে `মিলিয়ন ডলার` বেবি ছবিতে অভিনয় করেন মারিনা। যদিও শেষপর্যন্ত সেই ছবি মুক্তি পায়নি।
সনুর ওই অভিযোগের পর অভিনেত্রী পায়েল রোহতগি একটি ভিডিও আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়।
সেখানে দেখা গেছে, একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেয়া কালে ভূষণ কুমার তাকে যৌন হেনস্তা করেছেন বলে অভিযোগ করেন মারিনা।
ওই ভিডিওতে মারিনা দাবি করেন, ভারতীয় র্যাপার হানি সিংয়ের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজ করার জন্য ভূষণ কুমারের অফিসে যান মারিয়া। কিন্তু সময় নেই জানিয়ে বাড়িতে গিয়ে দেখা করতে বলেন ভূষণ। নির্ধারিত সময়ে ভূষণের বাড়িতে গেলে সেই সময় ভূষণ কুমার তার যৌন হেনস্তা করেন।