
মেহেদী হাসান, খুলনা থেকে: খুলনা নগরীর ফুলবাড়ীগেটের মাইলপোষ্ট এলাকায় খুলনা-যশোর মহাসড়কের ওপর হাটু পানি জমে থাকায় চরম ভোগান্তিতে পড়েছে এ পথ দিয়ে যাতায়েত কারি হাজার হাজার মানুষ। সড়কের উপর পানি জমে ছোট বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। অনেক সময় যাত্রী নিয়ে ইজিবাইক, মাহেন্দ্রা সহ বিভিন্নযানবাহন পল্টি খেতে ও দেখা যায় ।
সরেজমিনে গিয়ে দেখা যায় উভয় পাশে তিব্র জানজট সৃস্টি হয়েছে , ট্রাফিক পুলিশের ২ জন্য সদস্য জানজট নিরসনের চেষ্টা করছে । মাহেন্দ্রা চালক মোকাব্বির হোসেন বলেন শুক্রবার রাত ১১ টায় শিরোমনি থেকে একজন রোগি নিয়ে খুলনা ইসলামি ব্যাংক হাসপাতালে যাচ্ছিলাম এসময় পানি থাকার কারনে না বুঝে গর্তের মধ্যে গাড়ি নামিয়ে দিলে আমার গাড়িটি পল্টি খায়, এতে করে রোগি ও তার ২ স্বজন জন গুরুতর আঘাত পায় , সোহাগ পরিবহনের বাস ড্রাইভার মোঃ রস্তম আলী বলেন এ জায়গাটি খুবই ঝুকিপুর্ন অতি দ্রত এ রাস্তার সমাধান করতে হবে , নগরির গিলাতলা কেডিএ আবাসিকের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা ফারুক শেখ বলেন প্রতিদিন অফিসে যাওয়া আসার সময় এখানে জানজটে পড়তে হয়, মনের মধ্যে আতংক বিরাজ করে কখন বহন কারি গাড়িটি পল্টি খায় ।
স্থানীয় ১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আঃ রাজ্জাক বলেন সোমবার বেলা ১ টার দিকে খুলনা জেলা প্রশাসক এর সাথে মাইলপোষ্ট এলাকার মহাসড়কের উপর থেকে পানি নিস্কাশন ও খানা খন্দ ঠিক করার ব্যাপারে কথা হয়েছে, এবং এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বহী প্রকৌশলিকে ব্যাবস্থা গ্রহন করার নির্দেশ দেয়া হয়েছে বলে জেলা প্রশাসক মহোদয় আমাকে জানিয়েছেন । এলাকার স্থানিয় বাসিন্ধা মোবারক হোসেন বলেন সড়ক ও জনপদের জায়গায় অপরিকল্পিত বালু ভরাট করা হয়েছে, যার কারনে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি এখান থেকে সড়তে পারে না , গত বছর বর্ষা মৌসুমে এ সমস্যা হয়েছিলো কিন্তু স্থায়ি সমস্যার সমাধান না করে দায়সাড়া কাজ করার কারনে এবছর সাধারন মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে ।
এ ব্যাপারে এলাকাবাসি, বিভিন্ন যানবহনের চালক ও যাত্রী সাধারন খুলনা সিটি মেয়রের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ।