
কামরুল হাসান, কলারোয়া:
কলারোয়ায় ৪০ বোতল ফেনসিডিল সহ একজনকে আটক করেছে পুলিশ। আটক শহিদুল ইসলাম মৃত আজিবর সরদারের ছেলে একজন মাদক ব্যবসায়ী।
জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস তার সঙ্গীয় ফোর্স তদন্ত অফিসার মো: বুরহান উদ্দিন, এসআই কামাল হোসেন ও সুবীর কুমার ঘোষকে নিয়ে কলারোয়ার মাদরা গ্রামের শহিদুলের বাড়িতে ভোর ৬ টায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী শহিদুলের বসতঘরের খাটের নিচ থেকে ৪০ বোতাল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক ব্যবসায়ী শহিদুলের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে থানাসূত্রে জানাগেছে।