
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় তালা নগরঘাটা মনিরুজ্জান নামের এক ব্যাক্তির করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। আশ পাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাজিব সরদার বলেন, তালা নগরঘাটা রাইসমিল এলাকায় বসবাসরত মোঃ মনিরুজ্জান নামের এক ব্যাক্তির ১৩জুন নমুনা সংগ্রহ করা হয়। আজকে রির্পোট এ করোনা পজেটিভ এসেছে। তার বাড়ীসহ আশ পাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।
এই নিয়ে তালা উপজেলায় মোট করোনা রুগীর সংখ্যা ১৫ জন দাড়ালো। আক্রান্তদের মধ্যে একজন ইতিমধ্যে সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন তালা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারাহ ফেরদৌস।
এ বিষয়ে করোনায় আক্রান্ত মনিরুজ্জামান বলেন, তিনি সাতক্ষীরা জেলা পুলিশের সিভিল হিসেবে কর্মরত ছিলেন। তার তেমন কোন উপসর্গ দেখা যাচ্ছে না, তিনি বর্তমানে ভাল আছেন।
এছাড়া ধানদিয়া ইউনিয়নে ইকবাল হোসেন নামের এক ব্যক্তির শরীরে করোনার সিমটম দেখা দিয়েছে। তার বাড়ী সহ আশপাশের ১০টি বাড়ী লকডাউন ঘোষনা করা হয়েছে বলে জানিয়েছেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ, তিনি আরও বলেন,মনিরুজ্জামান বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে (পাওয়ারপ্লান্ট) প্রকৌশলী হিসেবে চাকুরী করেন।
তবে, বর্তমানে তিনি কিছুটা সুস্থ হয়ে গেলেও করোনা নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত তিনি হোম কোয়ারেন্টাইনে থাকবেন।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ আরও বলেন, সকল ধরনের সহায়তার জন্য পুলিশ সবসময় তাদের পাশে আছে জানিয়ে তিনি সকলকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন।