নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গাা গ্রামে করোনা মুক্ত রোগীকে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পৌছে দেওয়া হয়েছে। রবিবার খাজরায় গিয়ে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা উপহার সামগ্রী পৌছে দেন।
খাজরার করোনা আক্রান্ত রোগিকে প্রাতিষ্ঠানিক কোয়ান্টিনে রাখা হয়েছিল। সেখানে তাকে সরকারি উদ্যোগে খাদ্য সরবরাহ ও চিকিৎসা প্রদান করা হয়। তিনি করোনা মুক্ত হওয়ায় জেলা প্রশাসক সাতক্ষীরার পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা তাকে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন। সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার তাকে করোনা মুক্তির প্রত্যয়ন তুলে দেন। করোনা মুক্ত ব্যক্তিসহ আরোও তিনটি বাড়ির লকডাউন ছিল। উপজেলা প্রশাসন হতে সকলের লকডাউন তুলে নেয়া হয়েছে।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, স্থানীয় ইউপি মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।