
নিজস্ব প্রতিবেদক: শ্যামনগরের মুন্সিগঞ্জে সরকারি জায়গা দখলের হিড়িক পড়েছে। সদ্য বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্পফানের ধ্বংসলীলা থেকে উত্তরণের চেষ্টা করছে উপকূলীয় জনগণ। এ সুযোগে একটি মহল সরকারি খাস জায়গা দখল করতে ব্যস্ত হয়ে পড়েছে।
জানাগেছে, মুন্সিগঞ্জের হরিনগর বাজারের সরকারি খাস জমি হরিলুট করে একের পর এক পাকা ঘর নির্মান করা হচ্ছে। সংশ্লিষ্ট পান্ডাদের ম্যানেজ করে চলছে সরকারি জমি দখলের এ মহোৎসব।
হরিনগর চাউল বাজারের জায়গা দখলে নিয়েছে কদমতলা গ্রামের শিক্ষক আব্দুর রাজ্জাক। নৌ পুলিশ ফাঁড়ির পেছনের খাস জায়গা ফজলুর রহমানের দখলে। বাজারের দূর্গা মন্দিরের পেছনের খাস জায়গা বাক্কার মোল্লার দখলে। কাঁকড়া বাজারের পেছনের খাস জায়গার দখলে নূর ইসলাম গাজী। সরকারি এসব খাস জমি দখল করে তারা রাতারাতি পাকা দালান হাকিয়ে দিচ্ছে। কেউবা করছে দোকানঘর।
এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর সহকারি কমিশনার (ভূমি) আব্দুলহাই সিদ্দিক বলেন, বিষয়টি পর্যবেক্ষন করে নায়েবকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আইনুল হক বলেন, সরকারি খাস জমি দখল করে পাকাঘর নির্মানের বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। দখলকারীদের আইনী নোটিশ পাঠানো হয়েছে।