
শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলার উত্তর আটুলিয়া গ্রামে আব্দুর রহমান (২০) নামে এক যুবকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। সে ওই গ্রামে রেজাউল গাজীর ছেলে। ঈদের আগে সর্দি কাশি নিয়ে সে নিজ বাড়ীতে ফিরে আসে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২৭ মে নমুনা সংগ্রহ করে খুলনায় ল্যাবে পাঠানোর পরে পরীক্ষা শেষে তার রিপোর্ট পজেটিভ আসে। নিজ বাড়ীতে ওই যুবকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, আক্রান্ত যুবকের বাড়ী লক ডাউন করা হয়েছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম আবুজর গিফারী বলেন, অদ্যবধি শ্যামনগরে ২জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়েছে।