
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় তালা উপজেলায় এবার অফিসের বাইরে এসে সামজিক দুরুত্ব বজাই রেখে মাতৃকালিন ভাতার টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সোনালী ব্যাংক খলিষখালী শাখা কতৃপক্ষ স্থানীয় ইউনিয়ন পরিষদের সামনে অস্বচ্ছল হতদরিদ্র তালিকাভুক্ত ৮৪ জন নারীর হাতে মাতৃকালিন ভাতার নগত ৬ লাখ ৪ হাজার ৮‘শ টাকা প্রদান করেন। কার্ডধারীরা প্রত্যেককে মাসে ৮‘শ টকা করে প্রথম কিস্তিতে নয় মাসের ৭২০০ টাকা করে সরকারী এ মাতৃকালিন এ ভাতার টাকা পেয়েছে। প্রতিমাসে ৮‘শ টাকা করে প্রত্যেক ৩৬ মাস ২৮ হাজার ৮‘শ টাকা করে ভাতার টাকা পাবেন। ভাতার টাকা বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান, সোনালী ব্যাংকের ম্যানেজার জাদবেন্দ্র শীল। প্রসঙ্গত: খলিষখালী ইউনিয়ন পরিষদ থেকে কয়েক মাস আগেই মাইকিং করে মাতৃকালিন ভাতার তালিকায় অন্তভ’ক্ত হতে আহবান জানানো হয়। দুই শতাধিক নারী তালিকায় অন্তভুক্ত হতে আবেদন করে। সেখান থেকে প্রকাশ্যে যাচাই বাচাই শেষে চুড়ান্ত তালিকায় ৮৪ জনকে রাখা হয়।