
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি এস এম গোলাম মোস্তফা মুকুল আর নেই।বৃহস্পতিবার ( ১৪ মে) রাত ৮ঃ৪৫ মিনিটে হার্ট অ্যাটাক হয়ে তিনি শ্যামনগর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে মারা যান।পারিবারিক সূত্রে জানা যায়, গোলাম মোস্তফা মুকুল রাত ৮ টায় বাড়িতে গোসলখানাতে গোসলের সময় তিনি হঠাৎ মেঝেতে পড়ে গেলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম ও প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু।