
তালা প্রতিনিধি: তালায় গ্রামীন ব্যাংকের আয়োজনে সুবিধা বঞ্চিত ভিক্ষুকদের মাঝে ত্রান সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
১২ মে সকালে গ্রামীন ব্যাংক তালা শাখা অফিসের আয়োজনে, তালা উপজেলার সুবিধা বঞ্চিত ভিক্ষুকদের মাঝে প্রত্যেককে ৩০ কেজি চাউল, ৮কেজি আলু, ৪কেজি মুশুরীর ডাউল, ৪ কেজি পেয়াজ, ২কেজি তৈল, লবন ২ কেজি, ৪টি সাবান এবং নগদ ৬শত করে টাকা প্রদান করা হয়। ১৬টি ভিক্ষুক পরিবারের মাঝে এ অর্থ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তালা গ্রামীন ব্যাংকের এরিয়া ম্যানেজার মোজাহিদুর ইসলাম সেলিম, তালা গ্রামীন ব্যাংকের ম্যানেজার মোঃ আব্দুল বারী আজাদ, প্রগাম অফিসার দিলিপ কুমারসহ ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।