
মাসুদুর রহমান মাসুদ: আশাশুনিতে গরীব ও মেধাবী ছাত্রীদের বাই সাইকেল প্রদান করা হয়েছে। গরীব ও মেধাবী ছাত্রীদের স্কুল-কলেজে যাতয়াত ব্যবস্থা নিশ্চিত করতে সোমবার (১১ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ সাইকেল বিতরণ করা হয়।
এডিপি তহবীলের অর্থায়নে উপজেলা পরিষদের উদ্যোগে গরীব ও মেধাবী ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠাতে যাতয়াতে খরচ কমানো ও প্রতিবন্ধকতা দূর করতে বাই সাইকেল প্রদানের ব্যবস্থা করা হয়। উপজেলার ১১ ইউনিয়নের ১১ জন ছাত্রীকে বিনামূল্যে বাই সাইকেল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বাই সাইকেল বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি প্রমুখ উপস্থিত ছিলেন।