
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুরে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জন প্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন। রবিবার সকালে দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনা ভাইরাস সংকট প্রতিরোধে সরকারি নির্দেশ পালনে মানুষ ঘরে অবস্থান করায় কর্মহীন ও অসহায় হয়ে পড়েছেন। এমন ১০০ অসহায় পরিবারের প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল ও নগদ ২০০ টাকা করে দেওয়া হয়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, ট্যাগ অফিসার ফিরোজ আহমেদ, সমাজ সেবক শেখ মতলুবার রহমান ও আলহাজ্ব শেখ ফৌজদার রহমান, দক্ষিন বাংলা অনলাইন নিউজ পোটালের সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, প্রধান শিক্ষক দরবেশ-ই-রসুল প্রমুখ উপস্থিত ছিলেন।