কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার দেয়াড়া ইউনিয়নে শুরু হয়েছে সরকার অনুমোদিত টিসিবি’র পণ্য বিক্রি। রোববার সকাল ৯ টায় খোরদোস্থ ইউনিয়ন পরিষদ চত্বরে এই পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে।
এখানে সোয়াবিন তেল লিটার প্রতি ৮০ টাকা, মসুর ডাল কেজি প্রতি ৫০ টাকা, ছোলা কেজি প্রতি ৬০ টাকা, চিনি কেজি প্রতি ৫০ ও খেজুর ১২০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। করোনার প্রভাবে বাজারে দ্রব্য সামগ্রীর স্বল্পতা ও উচ্চমূল্যের কারণে নিম্ন আয়ের মানুষ সকাল থেকেই সমবেত হয়েছেন টিসিবি’র সাশ্রয়ী মূল্যের এই পণ্যসামগ্রী কিনতে।
টিসিবি’র এই পণ্য বিক্রির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস চুন্নু, ইউপি সদস্য কওছার আলি, আব্দুর রশিদ প্রমুখ।