প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় স্ত্রীকে ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সাতক্ষীরার শ্যামনগরের জাহাজঘাটার বাবলু মিস্ত্রির ছেলে শেখ আছাদুজ্জামান(আছাদ) ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্ত্যব্যে তিনি বলেন শ্যামনগরের চুনাপানখালি গ্রামের মৃত মজিদ গাজীর কন্যা রুমা খাতুনের সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। আমাদের ঘরে ছয় বছরের মিম নামে এক কন্যা সন্তান আছে। আমাদের দাম্পত্য জীবন ভালই ছিল কিন্তু আমাদের বাড়িতে আসা যাওয়ার সুবাধে প্রতিবেশি হাসেম আলীর লম্পটপুত্র নাসির উদ্দীনের কু নজর পড়ে আমার স্ত্রী রুমা খাতুনের উপর। এরপর থেকে কৌশলে একাধিক বিবাহের নায়ক নাসির উদ্দীন আমার অজান্তে স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং নাসির উদ্দীন কৌশলে আমার স্ত্রীকে ভুলিয়ে ফেলে গত ২০মার্চ ২০২০ইং তারিখে দুপুরে আমি ঘুমিয়ে থাকা অবস্থায় স্ত্রী তার ব্যবহৃত জিনিসপত্র সহ আমার রক্ষিত ৩৪ হাজার টাকা, ৮ আনা ওজনের ২টি সোনার চেইন ও ৮ আনা ওজনের ২ জোড়া কানের দুল এবং ৪ আনা ওজনের ২টি আংটি নিয়ে আমার ৬ বছরের শিশু কন্যাকে রেখে পালিয়ে যায়।
অনেক খোঁজাখুঁজি করে ২৩ মার্চ ২০২০ইং তারিখে চুনাপানখালি তার বাবার বাড়িতে গেলে আমার স্ত্রী আমাকে বলে ‘আমি তোমার ঘর করব না। আমি তোমাকে ৩ মাস পূর্বে ডিভোর্স দিয়েছি এবং নাসির উদ্দীনের সাথে বিবাহ করিয়াছি।”আমি তখন আমার স্ত্রীকে শিশু কন্যার মুখের দিকে তাকিয়ে ফিরে আসার জন্য অনুরোধ করে বুঝানোর চেষ্টা করলে শ্যামনগর উপজেলার চুনাপানখালী গ্রামের মৃত মজিদ গাজীর পুত্র মমিনুর গাজী (শ্যালক), বেলাল গাজী, মজিদ গাজীর স্ত্রী (শ^াশুড়ী) জাহানারা খাতুন সংঘবদ্ধ হয়ে আমাকে মারপিট করে এবং খুন জখমের হুমকি প্রদর্শন করে তাড়িয়ে দেয়। এ ঘটনায় আমি বাদী হয়ে নাসির উদ্দীন, স্ত্রী রুমা খাতুন, বেলাল গাজী, মমিনুর গাজী ও জাহানারা খাতুর সর্ব সাং-চুনা পানখালী এর নামে শ্যামনগর থানায় গত ২৩ মার্চ‘২০ তারিখে একটি সাধারণ ডাইয়েরী করি। যার নং-৯৬৭।
তিনি আরো বলেন, বাড়ি ফিরে নাসির উদ্দীন এর নিকট বিষয়টি জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে বলে বেশি বাড়াবাড়ি করলে ২ বস্তা ফেনসিডিল দিয়ে তোকে পুলিশে ধরিয়ে দেব । আমি বর্তমানে শিশু সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছি। এই বয়সে মা ছাড়া একটি শিশু কিভাবে ভালো থাকতে পারে ? নাসিরের খপ্পড়ে পড়ে আমার স্ত্রী তার শিশু সন্তানকেও ভুলে গেছে। এদিকে আমার শিশু কন্যা তার মায়ের শোকে কাতর হয়ে পড়েছে। আমার শিশু কন্যার জন্য আমার স্ত্রীকে ফেরত পেতে চাই।
সংবাদ সম্মেলনের মাধ্যমে শিশু সন্তানের কাছে তার মাকে ফেরত দেয়ার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।