
তালা প্রতিনিধি: জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯) এপ্রিল ২০২০ উপলক্ষ্যে তালা হাসপাতালের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ্য মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ২৮ এপ্রিল ত্রান সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রাজিব সরদার, ডাক্তার রওশন দায়েমী, ডাক্তার ফারহা ফেরদৌস, প্রধান সহকারী মোঃ হাফিজুর রহমান, ডাক্তার অজিত কুমার, ডাক্তার আব্দুর রাজ্জাক,স্বাস্থ্য পরিদর্শক মীর মহসীন হোসেন, সেনেটারী ইনেন্সপেক্ট শরীফ মোঃ আব্দুল লতিফ,নার্স মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।
এ সময় সামাজিক দুরত্ব মেনে সকলের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়। প্রত্যেক ব্যক্তির মাঝে ১০ কেজি চাউল, ১কেজি ডাউল,৫কেজি আলু,১কেজি লবন,১কেজি তৈল এবং ১ কেজি পেয়াজ প্রদান করা হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, হাসপাতালে সকল সময় জরুরী সেবা দেয়া হচ্ছে। আপনারা নিয়মিত সাবান দিয়ে হাত ধুবেন। প্রয়োজনে বাহিরে আসলে মার্ক্স ও হ্যান্ডগেøাব ব্যবহার করুন। সরকার ও বিভিন্ন সংস্থা মানুষের এ দূঃসময়ে সকলকে সাহায্য করছে। আপনারা ঘরে অবস্থান করুন।
এ সময় তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রাজিব সরদার বলেন, আমরা আমাদের সামর্থ্যের মধ্যে থেকে অসহায় মানুষের মাঝে কিছু ত্রান সামগ্রী বিতরন করেছি। আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করুন। কোন প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে আসবেন না। কোন সমস্যায় পড়লে আমার অথবা হাসপাতালে ফোন করে চিকিৎসা নিবেন। করোনায় আতংকিত না হয়ে সকলে সজাগ থাকুন। নিজে বাঁচুন অপরকে বাঁচতে দিন।