
আব্দুল্লাহ-আল-মাহফুজ : সাতক্ষীরায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে ডেঙ্গু সচেতনতায় সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ আগষ্ট) সকাল ১০ টায় জেলা প্রসশাক মোস্তফা কামাল ও পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে সাইকেল র্যালিটি বের হয়। র্যালিতে বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্রদের অংশগ্রহনে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালিটি রাজ্জাক পার্ক থেকে বেরিয়ে সাতক্ষীরা সরকারি গার্লস স্কুলের সামনে দিয়ে নারকেলতলা মোড়, খুলনা রোড মোড়, জজকোর্ট মোড় হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক সহ প্রসাশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন
জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন, ডেঙ্গু সচতেনতায় সাতক্ষীরার সকলের অংশগ্রহন দরকার। করেন। ডেঙ্গুর লক্ষন দেখলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন, বাড়ি ও অফিসে বিভিন্ন পাত্রে অপ্রয়োজনীয় পরিত্যক্ত পানি যেন না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে ব্যাপক পদেক্ষপ গ্রহন করেছে বলে জানান।