
নিজস্ব প্রতিবেদক:
পূর্ব শত্রুতার জের ধরে গত ইং-২২এপ্রিল ২০২০ তারিখ সন্ধ্যা ০৬.২০দিকে ধুলিহর গ্রামের বাজারখোলা জামে মসজিদের সামনে হামলার স্বীকার হন মোঃ আজিবর রহমান (৪৭)। এ হামলায় অংশ গ্রহণ করে শাহিনুর রহমান (৩০),মোঃ নাজমুল হোসেন। শাহিনুর রহমান আজিবরের বোন মোছাঃ তাছলিমা খাতুনের পরনে কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটায়। নাজমুল তাছলিমার গলা থেকে একভরি ওজনের একটি স্বর্ণের চেইন জোর পূর্বক কেড়ে নেয়। আজিবর মাটিতে পড়ে গেলে তার চাচাতো ভাই মুজিবুর রহমান ও বোনের ছেলে আল-আমীন তাকে উদ্ধার করতে গেলে মিলন সরদার তাদেরকে মারপিট করে। ঘটনাস্থল থেকে একই এলাকার রেজাউল ইসলাম, আমিরুল ইসলাম (২৮), কুদ্দুস (৫৯), সহ আরও অনেকে ছুটে এসে তাদের উদ্ধার করে। তাছলিমা তাদের সহায়তায় চাচাতো ভাইদের গুরুতর রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ ব্যাপারে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আজিবরের বোন মোছাঃ তাছলিমা খাতুন ।