
জি.এম আমিনুর রহমান শ্যামনগর থেকে:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের এলাকায় ফিরে আসার যাতায়াত থামছে না। রোববার রাতেও নদী পথে বরিশাল থেকে নৌযান ভরে শ্যামনগর উপকূলে ফিরেছে ইটভাটার তিন শতাধিক শ্রমিক। রাত ১০টার দিকে শ্যামনগরের হরিনগর জেলেপাড়া ঘাটে নামেন তারা। এসময় সিপিপির স্বেচ্ছাসেবকরা তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানান। এর আগে সকালেও কয়েকটি কার্গো ভরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইটভাটার শ্রমিকরা এলাকায় ফেরেন।
সিপিপির স্বেচ্ছাসেবকরা জানান, মূলত সকলেই নিজ এলাকায় ফিরবে এটা স্বাভাবিক। কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রিয়জনের ফেরাটাও যেন অনাঙ্ক্ষিত হয়ে উঠেছে এলাকার মানুষের কাছে।
তাদেরকে শ্যামনগর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে কোয়ারেন্টাইনে রাখার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।
তবে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এলাকায় ফেরা মানুষকে নিয়ে যেমন উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে, তেমনি সরকার সাধ্যমত ত্রাণ দিলেও দেখা দিয়েছে খাদ্যের অভাব।
এলাকাবাসী এলাকায় ফেরা এসব মানুষকে কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিত করতে অবিলম্বে খাদ্য সহায়তা দেওয়ার অনুরোধ জানিয়েছেন।