করোনার উপসর্গ থাকা রোগীদের পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। ইতিমধ্যে ধানমন্ডিতে তাদের কেন্দ্রে রোগীদের রক্তের নমুনা সংগ্রহের জন্য একটি কক্ষ তৈরি করা হয়েছে।
শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ এ তথ্য জানান।
তিনি জানান, জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথাসহ করোনার উপসর্গ থাকা রোগীদের পরীক্ষা করা হবে। আগামী বুধবার বা বৃহস্পতিবার থেকে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
ফরহাদ বলেন, ‘জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথার রোগী করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা জানতে রোগীদের ব্লাড স্যাম্পল নেওয়া হবে গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি করা কক্ষে। এতে যে কক্ষে রোগীর রক্তের নমুনা নেওয়া হবে তা আলাদা থাকবে গ্লাস দিয়ে। অপর পাশে বসে রক্তের নমুনা সংগ্রহ করবে টেকনিশিয়ানরা। রক্তের নমুনা নেওয়ার পর দুজন দুদিকে চলে যাবে। রোগীর বাইরে অন্য কাউকে ওই কক্ষে যেতে দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের কিট তৈরির কাজ চলছে। তা চলতি সপ্তাহে সরকারের কাছে হস্তান্তর করা হবে। এরপর গণস্বাস্থ্য কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এ টেস্ট শুরু করবে।’