
হাফিজুর রহমান :
জ্বও, সর্দি-কাশি, বুকে ব্যাথা নিয়ে র্দীঘদিন ভোগার পর রাশিদা খাতুন ওরফে শিল্পী (২২) নামের এক গৃহবধু বুধবার ভোর ৫টার সময় মৃত্যু বরণ করায় আতংঙ্কে এলাকাবাসী। স্থানীয় গ্রামবাসীর ধারণা তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। নিহত রাশিদা খাতুন ওরফে শিল্পী কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের মাওলানা আব্দুস সালামের কন্যা এবং দক্ষিন শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
তবে জ্বর সর্দি কাশি বুকে ব্যাথা নিয়ে বাবা আব্দুস সালামের বাড়ীতে থেকে স্থানীয় পল্লী চিকিৎসক রুহুল আমিনের চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন। সকালে খবর পেয়ে বেলা ১১টার সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল এবং কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স-এর স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমানের নেতৃত্বে করোনা ভাইরাস সংক্রান্ত টিমের সদস্যরা ঘটনাস্থলে যেয়ে মৃত ব্যাক্তির খোজ-খবর নেন।
ঐ সময় সহকারি কমিশনার (ভূমি) সিফাতুল্লাহ, কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স-এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মৃত্যুঞ্জয় সরকার, মেডিকেল অফিসার গোলাম মোস্তফা সহ প্যাথলজি বিভাগের একটি টিম ঘটনাস্থলে পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন। পর্যবেক্ষণ শেষে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স-এর স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান সাংবাদিকদের জানান নিহত রাশিদা খাতুনের শরীরে কোন করোনা ভাইরাসের লক্ষন পাওয়া যাইনি। তিনি র্দীঘদিন বুকে ব্যাথা গ্যাস সর্দি জ্বর কাশি নিয়ে ভুগছিলেন। এ ব্যাপারে ভয় বা আতঙ্কের কারন নাই।
তার পরও মানুষ ভয়ে আতঙ্কে তার বাড়ীর পাশে যাননি। এ ব্যাপারে তার পরিবারও হাসপাতালে অবগত করায়নি। বুধবার বাদ জোহর তার মরাদেহ জানাযা শেষে পারিবারিক কবর স্থানে করোনা বিধি মেনে দাফন সম্পন্ন করা হয়। কালিগঞ্জ উপজেলায় বিদেশ, ভারত ফেরত ২৫৭ জন হোম কোয়ারেন্টাইনে ছিল সেখান থেকে মেয়াদ শেষ হওযায় ১২৭ জন হোম কোয়ারেন্টাইনে থেকে মুক্ত হয়েছে। বর্তমান ১৩০ জন হোম কোয়ারেন্টাইনে আছে। হাসপাতালে করোনা ভাইরাস রুগী দেখতে ওয়ানটাইম ৫৫টি পি.পি.ই দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আশাকরি সব কিছু পাব বলে ডাক্তারা আশাবাদ ব্যাক্ত করেন।