
অনলাইন ডেস্ক :
কোথাও কেউ নেই। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। এমনই পরিবেশে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
করোনো পরিস্থিতি মোকাবেলায় মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে শহরের রেজিস্ট্রিপাড়া ও বকচরা গ্রামে গিয়ে ঘর থেকে বের হতে না পেরে কর্মহীন হয়ে পড়া ভ্যান চালক, দিনমজুর, চায়ের দোকারদার সহ শ্রমজীবীদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি।
এ সময় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল অসহায় হয়ে পড়া এসব মানুষের খোঁজখবর নেন এবং করোনো পরিস্থিতি মোকাবেলায় সরকারের নির্দেশনা মেনে বাড়িতেই অবস্থানের অনুরোধ জানান।
জেলা প্রশাসকের সঙ্গে এসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী উপস্থিত ছিলেন।