
আকবর হোসেন,তালা: সাতক্ষীরার তালা মোবারকপুর গ্রামে গত ২১ ফেব্রæয়ারী রাত ১.৩০ ঘটিকার দিকে টার দিকে হাসিবুর রহমান সবুজের স্ত্রী ফারহানা আক্তার রত্না (২৬) গৃহবধূকে রাতের আধারে দূর্বত্তরা প্রেট্রোল জ্বালিয়েহত্যার চেষ্টা করে। ঘটনাটি ঘটেছে তালা ব্রিজ সংলগ্ন এলাকায় বাবু অসীম সাধুর বাড়িতে। ফারহানা আক্তার রতœা ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
ঘটনার বিবরনে, মেয়ের পিতা মোঃ রোকন সরদার এর তালা থানার লিখিত অভিযোগ হতে জানা যায়, তার মেয়ে ফারহানা আক্তারের পূর্বে বিবাহ হয়েছিলো ২৮ সপ্টেম্বর ২০০৯ সালে খুলনা জেলার ভরতভায়না গ্রামের সোহরাব হোসেন এর পুত্র মিজানুর রহমানের সাথে । প্রথম স্বামীর সাথে যৌতুক নিয়ে বিরোধ এর কারনে বনিবনা হওয়ায় প্রথম স্বামীর ঘর হতে তালাক প্রাপ্ত হয়। পরে ২য় স্বামী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মৃত আব্দুস সাত্তারের পুত্র হাসিবুর রহমানের সাথে বিবাহ হয়। বিবাহের পরে তালা ব্রিজ সংগলœ এলাকায় বাবু সাধুর বাড়ীতে ভাড়া থাকে।
উভয়ে সুখে শান্তিতে বসবাস অবস্থায় গত ২১ ফেব্রুয়ারী রাত্র ১.৩০ ঘটিকার দিকে আমার মেয়ের বর্তমান স্বামী দোকানে মশার কয়েল আনতে গেলে আগে থেকে ওত পেতে থাকা দূর্বত্তরা আমার মেয়ের থাকা ঘরের ভিতরে প্রেট্রোল জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। ফলে আগুনে মেয়ের সারা শরীর পুড়ে যায়। এসময় তার আতœ চিৎকারে বাড়ীর মালিক ও মালিকের স্ত্রী মিলে উদ্ধার করে আশংখাজনকভাবে তালা হাসপাতালে নিয়ে যায়। অবনতি হতে খুলনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শরীরের অবস্থা আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে তালা থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীর পিতা মোঃ রোকনুজ্জামান।
এ বিষয়ে তালা থানার অফিসার্স ইনচার্জ মেহেদী রাসেল সত্যত্য স্বীকার করে বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করার চেষ্টা চলছে।