
মোঃ আকবর হোসেন,তালা: তালায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) শিল্পকলা একাডেমীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠির সাহায্যকল্পে দলীতের উদ্যেগে প্রকল্প অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রকল্পের আয়ুরব্যাধী ও ল্যাবরেটরী ম্যানেজার প্রভাষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, দলীত এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ তরিকুল ইসলামের সঞ্চলনায় ,সানজিনু অনলুস এর অর্থায়নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা উপজেলার সাবেক ডিপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়াদ্দার,দলীত এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন, প্রানিসম্পদ কর্মকর্তা ডাক্তার সনজয় কুমার, তালা সদর প্রেসকাবের সাধারন সম্পাদক মোঃ আকবর হোসেন, রির্পোটাসকাবের সাধারন সম্পাদক বিএম জুলফিকার রায়হান, ফাইন্যান্স এবং এডমিন অফিসার কুঞ্চপদ দাশ, প্রগ্রাম অর্গাইনাইজার মোঃ ইকবাল হোসেন, শহীদ কামেল মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আদিত্ব কুমার, সহকারী শিক্ষক তাপস কুমার হালদার, ইউপি মেম্বরগনসহ সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠির সাহায্যকল্পে এই প্রকল্প সাতক্ষীরা জেলার মোট ১২টি ইউনিয়নে এবং খুলনায় জেলার ১৪টি ইউনিয়নে দলীতের কার্যক্রম পরিচালনা করেন।